মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ ও ৪। এ জন্য যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
এই পোস্টে উক্ত দুই পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের বিবরণ, বেতন ও অন্যান্য সুবিধা, প্রার্থীর যোগ্যতা, আবেদন ফি এবং আবেদনের সময়সীমা ইত্যাদি সবিস্তারে তুলে ধরা হবে। তাই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022 - মিটার রিডার
পদের বিবরণ
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদটিতে ঠিক কতজনকে নিয়োগ দেবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করে নাই। তবে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ পদটিতে মোট ২০ জনকে নিয়োগ দেবে।
চাকরির ধরণ চুক্তিভিত্তিক। নির্বাচিত প্রার্থীকে প্রথমে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। এ সময়ের মধ্যে প্রতি বছর তার কর্ম মূল্যায়ন করা হবে।
ধারাবাহিকভাবে প্রথম ৩ বছরের কর্ম কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক বিবেচিত হলে প্রার্থীর সঙ্গে আরও ৩ বছরের চুক্তি সম্পাদন করা যেতে পারে। এভাবে সর্বোচ্চ ৯ বছর বা ৫৫ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়ন করা যেতে পারে।
অভিজ্ঞতা
আগ্রহী প্রার্থীর যেকোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার (চুক্তিভিত্তিক)/ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)/মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) পদে ০৩ বছর বা ০৬ বছর বা ০৯ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৫২ বছর।
বেতন
সর্বশেষ যে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) চাকরি হতে ছাড়পত্র প্রদান করা হবে, সেই পবিসের প্রদত্ত এলপিসি (Last Pay Certificate) অনুযায়ী মূল বেতন অথবা পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী সংশ্লিষ্ট পদের (গ্রেড-১) প্রারম্ভিক বেতন, যা বেশি, তা নির্ধারণ করা হবে ও নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রদান করা হবে।
যে অঞ্চলের প্রার্থীগণ আবেদন করতে পারবেন না
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এ কুমিল্লা, মুন্সীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা/কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এ ইতিপূর্বে চাকরি করা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না।
নিম্মোক্ত কাগজপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে
ক) সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি
খ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত অনুলিপি
গ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি
ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি
ঙ) পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার কর্তৃক প্রদত্ত "অভিজ্ঞতা সনদ" যা এজিএম (প্রশাসন/এইচআর) কর্তৃক সত্যায়িত হতে হবে
নিরাপত্তা জামানত
উল্লেখিত পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে স্ব স্ব পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে ১০ হাজার টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা প্রদান করতে হবে, যা সন্তোষজনক চুক্তি শেষে নির্ধারিত হারে মুনাফাসহ ফেরত দেওয়া হবে।
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ নিয়ে আরও পড়ুন-
মিটার রিডার নিয়োগ দেবে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - মিটার রিডার
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022
আবেদনপত্র পূরণ ও জমাদান
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বিজ্ঞপ্তি ও আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করার পর ১৬ অক্টোবর, ২০২২ এর মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর বিজ্ঞপ্তি ও আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করার পর ১৭ অক্টোবর, ২০২২ এর মধ্যে জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, লাকসাম, কুমিল্লা বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন।
দ্য ট্রিবিউনের সর্বশেষ লেখা পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
সূত্র: প্রতিষ্ঠানসমূহের অফিশিয়াল ওয়েবসাইট
প্রিয় পাঠক, তথ্যভিত্তিক ব্লগ ওয়েবসাইট দ্য ট্রিবিউন এটির Jobs বিভাগে নিয়মিতভাবে চাকরির খবর তথা সরকারি, বেসরকারি, ব্যাংক, বীমা, এনজিও, সশস্ত্র বাহিনী, আইটি ইত্যাদি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিসমূহ বিশেষ গুরুত্বসহকারে প্রকাশ করে থাকে। তাই এ ধরণের নতুন নতুন লেখা পেতে The Tribune এর সঙ্গে থাকুন। অগ্রীম ধন্যবাদ।