আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (HBRI)। সরকারি প্রতিষ্ঠানটি ৩ পদে মোট ৫ জনকে চাকরি দেবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সাপেক্ষে আগ্রহী প্রার্থীগণ ১৬ জুলাই, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।
হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (HBRI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
১। পদ- রিসার্চ অফিসার/রিসার্চ ইঞ্জিনিয়ার (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এন্ড কন্সট্রাকশন ডিভিশন)
এ পদে মোট ২ জনকে নিয়োগ দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৯ম গ্রেড অনুযায়ী বেতন ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা। পদটিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
প্রার্থীর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে স্নাতক ডিগ্রী থাকতে হবে। তবে গৃহনির্মাণ ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
২। পদ- সাব এসিসটেন্ট ইঞ্জিনিয়ার
এ পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১০ম গ্রেড অনুযায়ী বেতন ১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা। পদটিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
প্রার্থীর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগে পুরকৌশল বা মেকানিক্যাল প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
৩। পদ- রিসার্চ এসিসটেন্ট (বিল্ডিং মেটারিয়ালস ডিভিশন)
এ পদে মোট ২ জনকে নিয়োগ দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-১১ অনুযায়ী বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা। পদটিতে সিরাজগঞ্জ ও বগুড়া জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না।
প্রার্থীর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন শাস্ত্র/গণিত শাস্ত্র/পদার্থ বিদ্যাসহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী থাকতে হবে।
চাকরি নিয়ে আরও পড়ুন-
১৮ জনকে চাকরি দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডেডলাইন ১৭ ডিসেম্বর
প্রার্থীর বয়সসীমা
প্রার্থীর বয়স ১ জুন, ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীগণ http://career.hbri.gov.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবেনা।
দ্য ট্রিবিউনের সর্বশেষ লেখা পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
আবেদনের শেষ তারিখ
হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর উপরে উল্লেখিত ৩ টি পদে ১৬ জুলাই, ২০২২ পর্যন্ত আবেদন করা যাবে। আর পরীক্ষার প্রবেশপত্র http://hbri.gov.bd/ ওয়েবসাইট হতে ১০ আগস্ট, ২০২২ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
সূত্র: হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর ওয়েবসাইট