মিটার রিডার কাম ম্যাসেঞ্জার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে লোকবল নিয়োগের জন্য আগ্রহী অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন মিটার রিডার/ম্যাসেঞ্জার/মিটার রিডার কাম ম্যাসেঞ্জারগণের নিকট হতে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
মিটার রিডার পদে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের বিবরণ
পদের নাম মিটার রিডার কাম ম্যাসেঞ্জার। পদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, চাকুরির ধরণ চুক্তিভিত্তিক। পদটিতে নির্বাচিত প্রার্থীকে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। এ সময়ের মধ্যে প্রতি বছর তার কর্ম মূল্যায়ন করা হবে।
ধারাবাহিকভাবে প্রথম ৩ বছরের কর্ম কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক মনে হলে প্রার্থীর সঙ্গে আরও ৩ বছরের চুক্তি সম্পাদন করা যেতে পারে। তবে এই পল্লী বিদ্যুৎ সমিতিতে সর্বোচ্চ ৯ বছর পর্যন্ত হবে চুক্তি নবায়ন করা যেতে পারে।
বয়সসীমা
প্রার্থীর বয়স ৪ জুলাই, ২০২২ তারিখে সর্বোচ্চ বছর ৫২ হতে হবে। প্রার্থী ৩ বছর মেয়াদী সর্বোচ্চ তিন চুক্তি বা ৫৫ বছর বয়স পর্যন্ত চাকুরী করতে পারবেন।
বেতন স্কেল
পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো ২০১৬ ও বাপবিবোর্ড কর্তৃক জারীকৃত সর্বশেষ সার্কুলার অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে।
প্রার্থীর যোগ্যতা
- মিটার রিডার/ম্যাসেঞ্জার/মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) পদে আগ্রহী প্রার্থীর ৩ বছর/৬ বছর/৯ বছরের ধারাবাহিক ও সন্তোষজনক কর্মসম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে।
- নিজস্ব বাই-সাইকেল থাকা ও চালনায় পারদর্শী হতে হবে।
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ নিয়ে আরও পড়ুন-
মানিকগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ মিটার রিডার নিয়োগ 2022
বিলিং সহকারী পদে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২২
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২ নিয়োগ বিজ্ঞপ্তি
সহকারী ক্যাশিয়ার, অফিস সহায়ক নেবে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি - PBS Job Circular 2022
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীগণ জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট http://pbs.jamalpur.gov.bd/ হতে A4 সাইজের কাগজ ডাউনলোড করে নিজ হাতে পূরণ করবেন।
তারপর অফিস চলাকালীন সময়ে ৪ জুলাই, ২০২২ ইং তারিখের মধ্যে জেনারেল ম্যানেজার, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি, বেলটিয়া, জামালপুর এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটি প্রেরণ করবেন।
অন্যান্য শর্তাবলী
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে অত্র সমিতির অনুকূলে ১০ হাজার টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা প্রদান করতে হবে, যা সন্তোষজনক চুক্তি সমাপনান্তে নির্ধারিত মুনাফাসহ ফেরত দেওয়া হবে।
দ্য ট্রিবিউনের সর্বশেষ লেখা পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
আবেদনের শেষ সময়
আগ্রহী প্রার্থীগণ উক্ত পদটিতে ৪ জুলাই, ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তির লিংক এখানে।
সূত্র: জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট।