দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সংসারের খরচ চালাতে হিমশিম খাওয়া নিম্ম ও মধ্যম আয়ের মানুষদের জন্য আরও একটি দুঃশ্চিন্তার খবর প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি করেছে সরকার। ভোক্তা পর্যায়ে মিটারবিহীন দুই চুলায় ১০৫ টাকা ও এক চুলায় ৬৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
দ্য ট্রিবিউনের সর্বশেষ লেখা পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
এখন থেকে একজন গ্রাহককে দুই চুলার জন্য প্রতি মাসে গুণতে হবে এক হাজার ৮০ টাকা ও এক চুলার জন্য ৯৯০ টাকা, যা আগে ছিল যথাক্রমে ৯৭৫ টাকা ও ৯২৫ টাকা। রোববার (০৫ জুন, ২০২২) বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন-এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাকৃতিক গ্যাসের নতুন এই দাম চলতি মাস অর্থাৎ জুন, ২০২২ থেকে প্রযোজ্য ও কার্যকর হবে।
আরো পড়তে পারেন:
১২ কেজি এলপিজির দাম কমে ১২৪২ টাকা | জুন ২০২২
জেনে নিন স্বর্ণের দাম কোন ক্যারেটে কত কমলো
অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর এর এক প্রতিবেদনে জানানো হয় প্রিপেইড মিটারে গ্যাসের প্রতি ইউনিটের খরচ ১২ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ১৮ টাকা করা হয়েছে। সার্ভার সিস্টেম আপডেট করার মাধ্যমে এ মাসেই নতুন দাম কার্যকর হয়ে যাবে।
পোর্টালটির প্রতিবেদনে আরও জানানো হয় ২০১৯ সালের ১ জুলাই সর্বশেষ গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছিল। তিন বছরের মাথায় তা আবার বাড়ানো হলো।
আরো পড়তে পারেন:
বিলিং সহকারী নেবে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২
৬৮৪ গেইটম্যান (ট্রাফিক) নেবে বাংলাদেশ রেলওয়ে
এর আগে এপ্রিল মাস, ২০২২ এর জন্য রান্নার কাজে ব্যবহৃত ১২ কেজি এলপিজির প্রতি সিলিন্ডারের দাম এক হাজার ৪৩৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়। পরে দুই দফায় দাম কমানো হলেও এখনও তা প্রায় সাড়ে বারোশ টাকা। সর্বশেষ জুন মাসের জন্য এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয় এক হাজার ২৪২ টাকা, যা খেটেখাওয়া মানুষের জন্য অনেক বেশি।
এর আগে ৫ মে, ২০২২ তারিখে সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা ও কেজিতে ৪৪ টাকা বাড়ানো হয়। ফলে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়ায় ১৯৮ টাকা ও এক কেজি খোলা তেলের দাম ১৮০ টাকা। কিন্তু দুঃখের ব্যাপার হলো ১৮০ টাকার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ২০০ টাকার উপরে!