জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা এর রাজস্ব প্রশাসনের আওতাধীন নিম্মবর্ণিত ৫৫ টি শূন্য পদ পূরণের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩১ মে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্ব-হস্ত লিখিত ব্যতিত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবেনা
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ - dc office satkhira job circular 2022
পদের বিবরণ, বেতন ও শিক্ষাগত যোগ্যতা
আবেদনের প্রক্রিয়া
নির্ধারিত আবেদন ফরমটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.forms.gov.bd এবং জেলা প্রশাসক, সাতক্ষীরা এর ওয়েবসাইট www.satkhira.gov.bd ও জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা এর এসএ শাখা/রাজস্ব শাখা হতে বিনামূল্যে সংগ্রহ করা যাবে।
১ হতে ৮ নং ক্রমিক পর্যন্ত সরকার কর্তৃক চাকুরির নির্ধারিত আবেদন ফরমে সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি, খুলনা ও বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয়কে সম্বোধন করে আবেদনপত্র অফিস চলাকালীন সময় জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরাতে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।
৯ নং ক্রমিকের অফিস সহায়ক পদে সরকার কর্তৃক চাকুরির নির্ধারিত আবেদন ফরমে জেলা প্রশাসক, সাতক্ষীরাকে সম্বোধন করে দরখাস্ত অফিস চলাকালীন সময় জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরাতে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।
উভয় ক্ষেত্রে খামের উপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে।
আরও পড়ুন-
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ নিয়োগ
ডিপিডিসি নিয়োগ বিজ্ঞপ্তি - dpdc career
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ নিয়োগ
এইচএসসি পাশে রেলওয়েতে চাকুরির সুযোগ
নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে সরাসরি নিয়োগ
প্রার্থীর বয়স
প্রার্থীর বয়সসীমা ১ মে, ২০২২ ইং তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তকরণ
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৪ কপি ৫.৫ সে:মি: আকারের রঙ্গিন ছবি আবেদন ফরমের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং ০২ কপি স্ট্যাম্প সাইজের রঙ্গিন ছবি দাখিল করতে হবে। সত্যায়ন কর্মকর্তার নাম ও পদবিযুক্ত স্পষ্ট সীল থাকতে হবে।
এছাড়া জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা সত্যায়িত হতে হবে। প্রার্থীকে আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র সংযুক্ত করতে হবে।
আবেদন ফি
ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রার্থীকে ১-৪৬৩২-০০০১-২০৩১ নম্বর কোডে ১ থেকে ৮ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ১০০ টাকা এবং ৯ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ৫০ টাকা সোনালী ব্যাংক, সাতক্ষীরা এর যেকোন শাখায় জমা দিয়ে চালানের মূল্য কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং আবেদন ফরমে নির্ধারিত স্থানে চালান নম্বর, তারিখ, ব্যাংক ও শাখার নাম লিপিবদ্ধ করতে হবে।
আবেদনের শেষ তারিখ
উপরিউক্ত পদসমূহে ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীগণ। তবে দরখাস্ত অবশ্যই স্বহস্তে পূরণ করতে হবে।
আরও বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন। (লিংক- file:///C:/Users/275869/Downloads/350c4809082a24f451c73d5fc143a762.pdf )
সূত্র: জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা এর ওয়েবসাইট।