LPG Price In Bangladesh
ভোক্তা পর্যায়ে প্রতি কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ৪ টাকা ২৫ পয়সা বেড়ে ১০৪ টাকা ২৬ পয়সা হয়েছে। সে হিসাবে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্য ৫১ টাকা বেড়ে ১২৫১ টাকা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ০২ নভেম্বর, ২০২২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সিলিন্ডার গ্যাসের বর্তমান মূল্য কত - LPG Gas Price In Bangladesh
নতুন মূল্য হার অনুযায়ী, ৫.৫ কেজি সিলিন্ডারের দাম এখন ৫৭৩ টাকা, ১২ কেজি সিলিন্ডার ১২৫১ টাকা, ১২.৫ কেজি ১৩০৪ টাকা, ১৫ কেজি ১৫৬৩ টাকা, ১৬ কেজি ১৬৬৯ টাকা, ১৮ কেজি ১৮৭৭ টাকা, ২০ কেজি ২০৮৫ টাকা।
২২ কেজির দাম ২২৯৪ টাকা, ২৫ কেজি ২৬০৬ টাকা, ৩০ কেজি ৩,১২৮, ৩৩ কেজি ৩৪৪১ টাকা, ৩৫ কেজি ৩৬৪৯ টাকা ও ৪৫ কেজি ৪৬৯২ টাকা। নতুন দাম ০২ নভেম্বর, ২০২২ তারিখ থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর ২০২২ মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন ও বিউটেন উভয়ের ঘোষিত সৌদি সিপি যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬১০.০০ মার্কিন ডলার।
এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬১০.০০ মার্কিন ডলার। এই বিবেচনায় বিইআরসি নভেম্বর, ২০২২ মাসের জন্য উপরিউক্তভাবে বেসরকারি এলপি গ্যাসের দাম সমন্বয় করে।
সয়াবিন তেল, স্বর্ণ ও প্রাকৃতিক গ্যাসের সর্বশেষ দাম জানতে পড়ুন-
সয়াবিন তেলের নতুন মূল্য তালিকা - soybean oil price in bd
জেনে নিন স্বর্ণের দাম কোন ক্যারেটে কত বাড়লো - gold price in Bangladesh
দেখে নিন গ্যাসের দাম কত বাড়লো - natural gas prices
অপরিবর্তৃত রয়েছে সরকারি এলপিজির দাম। সরকারি এলপিজিরর ইআরএল/আরপিজিসিএল পর্যায়ের মূল্য অপরিবর্তৃত থাকায় এটির দাম বাড়ানো হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে অক্টোবর ২০২২ মাসের জন্য সরকার ১২ কেজি এলপিজি সিলন্ডারে ৩৫ টাকা কমিয়ে দাম নির্ধারণ করে ১২০০ টাকা।
দ্য ট্রিবিউনের সর্বশেষ লেখা পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন