সরকারি চাকুরি প্রত্যাশীদের জন্য সুখবর। চব্বিশ ক্যাটাগরির ৩৬৩ টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সার্কুলারে উল্লেখিত যোগ্যতা থাকা সাপেক্ষে আগ্রহী প্রার্থীগণ ৩০ এপ্রিল ২০২২ ইং তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম, সংখ্যা, বয়স, বেতন, যোগ্যতা
পদ: তড়িৎ প্রকৌশলী
পদ সংখ্যা- ০২।
আবেদনকারীর বয়স- ২৭-৪০ বছর।
বেতন- ৩৫ হাজার ৫০০-৬৭ হাজার ১০ টাকা।
যোগ্যতা- তড়িৎ প্রকৌশলে স্নাতক এবং সমমানসহ উক্ত বিষয়ে ৮ বছরের চাকুরির অভিজ্ঞতা।
পদ: সহকারী নৌ-স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা
পদ সংখ্যা- ০৫।
আবেদনকারীর বয়স- ২১-৩০ বছর।
বেতন- ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা।
যোগ্যতা- নৌ-স্থাপত্য এবং নৌ-প্রকৌশলে স্নাতক ডিগ্রী।
পদ: সহকারী নৌ-প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার (ডিজেল)
পদ সংখ্যা- ০৬।
আবেদনকারীর বয়স- ২১-৩০ বছর।
বেতন- ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা।
যোগ্যতা- মেকানিক্যাল/মেরিন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রী।
আরও পড়তে পারেন: ১২ কেজি এলপিজি'র দাম বেড়ে ১৪৩৯ টাকা | এপ্রিল ২০২২
পদ: সহকারী প্রকৌশলী
পদ সংখ্যা- ০৬।
আবেদনকারীর বয়স- ২১-৩০ বছর।
বেতন- ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা।
যোগ্যতা: পুর-কৌশল অথবা পানি সম্পদ এ স্নাতক প্রকৌশলী অথবা একই বিষয়ে এ, এম, আই, ই হতে সার্টিফিকেট।
পদ: নদী জরিপকারী
পদ সংখ্যা- ০১।
আবেদনকারীর বয়স- ২১-৩৫ বছর।
বেতন- ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা।
যোগ্যতা: স্নাতক পর্যায়ে অংকসহ হাইড্রোগ্রাফি/ওসানগ্রাফিতে স্নাতক অথবা পদার্থ/রসায়ন/গণিত/ভূগোল/ভূ-প্রকৃতি বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রী।
পদ: সহকারী তড়িৎ প্রকৌশলী (ডেকা চেইন)
পদ সংখ্যা- ০৪।
আবেদনকারীর বয়স- ২১-৩৫ বছর।
বেতন- ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা।
যোগ্যতা: ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যালে বিএসসি (ইঞ্জিঃ) ডিগ্রী অথবা এ,এম,আই,ই (ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল); অথবা ফলিত পদার্থ (ইলেকট্রনিক্স) এ স্নাতকোত্তর ডিগ্রী; অথবা সেনা/নৌ/বিমান বাহিনীর সংশ্লিষ্ট শাখার সদস্য যিনি পদ মর্যাদায় বিমান বাহিনীর ওয়েরেন্ট অফিসারের সমকক্ষ হবে; অথবা ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যালে ডিপ্লোমা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট চাকুরীতে ৭ বছরের অভিজ্ঞতা।
আরও পড়তে পারেন: এইচএসসি পাশে রেলওয়েতে চাকুরির সুযোগ, পদ ১৫৩
পদ: সহকারী প্রকৌশলী (সিএসই)
পদ সংখ্যা- ০২।
আবেদনকারীর বয়স- ২১-৩০ বছর।
বেতন- ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা।
যোগ্যতা: তড়িত/কম্পিউটার প্রকৌশলে স্নাতক ডিগ্রী।
পদ: কনিষ্ঠ নদী জরিপকারী
পদ সংখ্যা- ০৬।
আবেদনকারীর বয়স- ২১-৩০ বছর।
বেতন- ১১ হাজার-২৬ হাজার ৫৯০ টাকা।
যোগ্যতা: গণিতসহ বি,এ ডিগ্রী অথবা পদার্থ, রসায়ন, ও গণিতসহ বি,এস,সি ডিগ্রী।
পদ: উপ-সহকারী প্রকৌশলী (পুর-কৌশল) এস্টিমেটর (সিভিল)
পদ সংখ্যা- ০৬।
আবেদনকারীর বয়স- ২১-৩০ বছর।
বেতন- ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
যোগ্যতা: অনুমোদিত প্রতিষ্ঠান হতে পুর-কৌশলে ডিপ্লোমাধারী প্রকৌশলী হতে হবে।
পদ: সহকারী কারিগরি কর্মকর্তা (জাহাজ বিমান/মেরিন), তত্ত্বাবধায়ক (ডিজেল/নির্মাণ), যান্ত্রিক/জাহাজ নির্মাণ তত্তাবধায়ক, উর্ধ্বতন কারিগরি সহকারী (যান্ত্রিক/ডিজেল/জাহাজ নির্মাণ), এস্টিমেটর এবং উপ-সহকারী প্রকৌশলী (মেরিন/যান্ত্রিক)
পদ সংখ্যা- ১২।
আবেদনকারীর বয়স- ২১-৩৫ বছর।
বেতন- ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
যোগ্যতা: যেকোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ-প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমা।
পদ: তত্ত্বাবধায়ক (তড়িৎ), উর্ধ্বতন কারিগরি সহকারী (তড়িৎ), উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)
পদ সংখ্যা- ০৭।
আবেদনকারীর বয়স- ২১-৩৫ বছর।
বেতন- ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
যোগ্যতা: অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক্স/ইলেকট্রক্যাল এ ডিপ্লোমাধারী হতে হবে।
আরও পড়তে পারেন: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ ২০২২
পদ: কারিগরি সহকারী
পদ সংখ্যা- ২০।
আবেদনকারীর বয়স- ২১-৩০ বছর।
বেতন- ১০ হাজার ২০০-২৪ হাজার ৬৮০ টাকা।
যোগ্যতা: এসএসসি সহ কোনো অনুমোদিত সরকারী কারিগরি প্রতিষ্ঠান হতে সাব-ওভারসিয়ার/সার্ভে ফাইনাল পাস।
পদ: কারিগরি সহকারী (মেরিন/ডিজেল/জাহাজ নির্মাণ/মেকানিক্যাল)
পদ সংখ্যা- ২০।
আবেদনকারীর বয়স- ২১-৩০ বছর।
বেতন- ১০ হাজার ২০০-২৪ হাজার ৬৮০ টাকা।
যোগ্যতা: এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ২ বছর মেয়াদী কোর্স পাসের সনদপত্র।
পদ: কারিগরি সহকারী (তড়িৎ)
পদ সংখ্যা- ১৫।
আবেদনকারীর বয়স- ২১-৩০ বছর।
বেতন- ১০ হাজার ২০০-২৪ হাজার ৬৮০ টাকা।
যোগ্যতা: এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ২ বছর মেয়াদী কোর্স পাসের সনদপত্র।
পদ: তত্ত্বাবধায়ক-কাম রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী
পদ সংখ্যা- ০৩।
আবেদনকারীর বয়স- ২১-৩০ বছর।
বেতন- ১০ হাজার ২০০-২৪ হাজার ৬৮০ টাকা।
যোগ্যতা: স্নাতক ডিগ্রী।
পদ: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা- ১০।
আবেদনকারীর বয়স- ২১-৩০ বছর।
বেতন- ১১ হাজার-২৬ হাজার ৫৯০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
পদ: ড্রাইভার-৩
পদ সংখ্যা- ১০।
আবেদনকারীর বয়স- ১৮-৩০ বছর।
বেতন- ৯ হাজার ৩০০-২২ হাজার ৪৯০ টাকা।
যোগ্যতা: সরকার স্বীকৃত ইন্সটিটিউট হতে ৩য় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার হিসাবে কম্পিটেন্সি সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়তে পারেন: নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে সরাসরি নিয়োগ
পদ: ওয়েল্ডার
পদ সংখ্যা- ০৫।
আবেদনকারীর বয়স- ১৮-৩০ বছর।
বেতন- ৯ হাজার ৩০০-২২ হাজার ৪৯০ টাকা।
যোগ্যতা: এসএসসি সহ ওয়েল্ডিং কাজে ৩ বছরের অভিজ্ঞতা অথবা অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংস্লিষ্ট ট্রেডে ৪ মাস মেয়াদী কোর্স পাসের সনদপত্র।
পদ: মটর মেকানিক/ডিজেল মেকানিক/মেকানিক
পদ সংখ্যা- ১৫।
আবেদনকারীর বয়স- ১৮-৩০ বছর।
বেতন- ৯ হাজার ৩০০-২২ হাজার ৪৯০ টাকা।
যোগ্যতা: অনুমোদিত প্রতিষ্ঠান হতে ৪ মাস মেয়াদী কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
পদ: ইলেকট্রিক মেকানিক (স্যালভেজ জাহাজ) ইলেকট্রিশিয়ান (জাহাজ)
পদ সংখ্যা- ১০।
আবেদনকারীর বয়স- ১৮-৩০ বছর।
বেতন- ৯ হাজার ৩০০-২২ হাজার ৪৯০ টাকা।
যোগ্যতা: অবশ্যই অনুমোদিত সরকারি কর্তৃপক্ষ হতে 'বি' গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে।
পদ: গ্রীজার
পদ সংখ্যা- ৬১।
আবেদনকারীর বয়স- ১৮-৩০ বছর।
বেতন- ৯ হাজার-২১ হাজার ৮০০ টাকা।
যোগ্যতা: এসএসসি অথবা সমমানের যোগ্যতাসহ সংশ্লিষ্ট কাজে কিছু অভিজ্ঞতা।
আরও পড়তে পারেন: সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদ: লস্কর
পদ সংখ্যা- ৭৩।
আবেদনকারীর বয়স- ১৮-৩০ বছর।
বেতন- ৮ হাজার ৫০০-২০ হাজার ৫৭০ টাকা।
যোগ্যতা: ডিইপিটিসি হতে ০১ বছর মেয়াদী কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী।
পদ: ভাণ্ডারী
পদ সংখ্যা- ৩০।
আবেদনকারীর বয়স- ১৮-৩০ বছর।
বেতন- ৮ হাজার ৫০০-২০ হাজার ৫৭০ টাকা।
যোগ্যতা: এসএসসি বা সমমানের পাসসহ খাদ্য পাক করার জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।
পদ: তোপাষ
পদ সংখ্যা- ৩০।
আবেদনকারীর বয়স- ১৮-৩০ বছর।
বেতন- ৮ হাজার ২৫০-২০ হাজার ১০ টাকা।
যোগ্যতা: এসএসসি বা সমমানের পাসসহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞতা।
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীগণকে ৩০ এপ্রিল ২০২২ এর মধ্যে শুধু www.jobsbiwta.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। এই সাইটে আবেদন ফরম পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলী পাওয়া যাবে।
আবেদন ফি
উপরে উল্লেখিত ০১ থেকে ১১ নং পদের জন্য ৩২০ টাকা ও ১২ থেকে ২৪ নং পদের জন্য ২১৫ টাকা।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর এবং মুক্তিযোদ্ধার নাতী/নাতনীদের ক্ষেত্রে ৩০ বছর।
আরও বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে।
সূত্র: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ওয়েবসাইট