চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের সুযোগ পাবে ৫৭ হাজার ৫৮৫ জন মুসুল্লি। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ কোটা নির্ধারণ করে দিয়েছে। শনিবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ছবি: আল আরাবিয়া নিউজ |
এ বছর ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ পালন করতে পারবে। দেশটি থেকে হজে যেতে পারবে এক লাখ ৫১ জন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৮১ হাজার ১৩২ পাকিস্তান থেকে, তৃতীয় সর্বোচ্চ ৭৯ হাজার ২৩৭ ভারত থেকে ও চতুর্থ সর্বোচ্চ ৫৭ হাজার ৫৮৫ বাংলাদেশ থেকে হজ করার অনুমতি পেলো।
আরও পড়ুন- দুই শর্ত মেনে এ বছর হজ করতে পারবে ১০ লাখ মানুষ
এর আগে ৯ এপ্রিল সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজ ২০২২ পালনের জন্য দেশ ও দেশের বাইরের ১০ লাখ মুসুল্লিকে অনুমতি প্রদানের সিদ্ধান্তের কথা জানায়।
সেদিন এক বিবৃতিতে বলা হয় হজ করার জন্য হজযাত্রীর বয়স হতে হবে ৬৫ বছরের নিচে ও করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে।
এতে আরও বলা হয় সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পূর্বে ৭২ ঘণ্টার মধ্যে হজযাত্রীকে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ নিতে হবে।