দীর্ঘ বাছাই পর্বে কঠিনসব প্রতিপক্ষকে হারিয়ে কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ২৯ টি দেশ (৩১ মার্চ ২০২২ পর্যন্ত)। তবে টানা দ্বিতীয় বারের মত বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয়েছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।
এছাড়া ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় উন্মাদনা বিশ্বকাপের এ আসরে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে মোহাম্মদ সালাহ'র মিশরও। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশগুলো আসন্ন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ছবি: রয়টার্স |
আফ্রিকা
ক্যামেরুন, ঘানা, মরক্কো, সেনেগাল ও তিউনিসিয়া।
এশিয়া
ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার (আয়োজক) ও সৌদি আরব।
আগামী জুন মাসে সংযুক্ত আরব আমিরাত প্লে-অফ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে এ দুইয়ের মধ্যে বিজয়ী দল মুখোমুখী হবে পেরুর।
ইউরোপ
বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, সার্বিয়া, স্পেন ও সুইজারল্যান্ড।
বিশ্বকাপের টিকিট এখনও নিশ্চিত করতে পারেনি ওয়েলস। বিশ্বকাপে যাওয়ার জন্য স্কটল্যান্ড অথবা ইউক্রেনের বিপক্ষে তাদেরকে জিততে হবে।
উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়া
কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
কাতারে জায়গা করে নিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে কোস্টারিকা।
ওশেনিয়া
এ অঞ্চল থেকে বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে কোস্টারিকার বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড।
দক্ষিণ আমেরিকা
এ মহাদেশ থেকে টিকিট পেয়ে গেছে আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর ও উরুগুয়ে।
তবে বিশ্বকাপে এখনও জায়গা নিশ্চিত করতে পারেনি পেরু। যারা টিকিট পেতে সংযুক্ত আরব আমিরাত অথবা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ।
ফুটবল বিশ্বকাপ ২০২২ কখন শুরু হবে?
২০২২ সালে অনুষ্ঠিতব্য ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক মধ্যপ্রাচ্যের ধনাঢ্য দেশ কাতার। ২০১৫ সালে ফিফার নির্বাহী কমিটি বিশ্বকাপের আয়োজক হিসেবে দেশটির নাম ঘোষণা করে। বত্রিশ দলের এ আসরটি শুরু হবে চলতি বছরের ২১ নভেম্বরে এবং কাতারের জাতীয় দিবস ১৮ ডিসেম্বরে এই টুর্নামেন্ট শেষ হবে। মোট আটটি স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
কাতার বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম কী?
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ এর অফিশিয়াল বল 'আল রিহলা'। এটি তৈরি করেছে ডিজাইন কোম্পানি অ্যাডিডাস। এ নিয়ে টানা ১৪ বারের মত ফিফা বিশ্বকাপের জন্য বল তৈরি করেছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠানটি।
এই টুর্নামেন্টের ইতিহাসে অন্য যেকোনো বলের তুলনায় এটির গতি বেশি। আরবি ভাষায় আল রিহলা অর্থ ভ্রমণ। কাতারের সংস্কৃতি, স্থাপত্য, আইকনিক নৌকাসমূহ ও পতাকার অনুপ্রেরণা নিয়ে এটি তৈরি করা হয়েছে।
২০২২ কাতার বিশ্বকাপের সময়সূচী
সূত্র: রয়টার্স, ফিফা, ও কাতার বিশ্বকাপের অফিশিয়াল ওয়েবসাইট।