এইচএসসি পাশে রেলওয়েতে চাকুরির সুযোগ - bd govt job circular 2022

railway job circular,স্থায়ী ভিত্তিতে বুকিং সহকারী হিসেবে বাংলাদেশ রেলওয়েতে চাকুরির সুযোগ,যোগ্যতা এইচএসসি পাশ,bd govt job circular 2022

বুকিং সহকারী পদে ১৫৩ জন লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা থাকা সাপেক্ষে সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৭ মে। [railway job circular]  

এইচএসসি পাশে রেলওয়েতে চাকুরির সুযোগ, পদ ১৫৩

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যূন এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা। 

বয়সসীমা

প্রার্থীর বয়স ০১ এপ্রিল ২০২২ তারিখে অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যার সন্তানদের ক্ষেত্রে ৩০ বছর।

আরও পড়তে পারেন: 

৬৮৪ গেইটম্যান (ট্রাফিক) নেবে বাংলাদেশ রেলওয়ে

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ ২০২২

বেতন

বেতন ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা। 

আবেদন করার মাধ্যম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। 

আরও পড়তে পারেন: নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে সরাসরি নিয়োগ

আবেদনপত্র জমাদানের শেষ সময়

অনলাইনে আবেদনপত্র জমাদান ০৭ এপ্রিল তারিখ থেকে শুরু হয়ে চলবে ১৭ মে, বিকাল ০৫.০০ টা পর্যন্ত।  

বিজ্ঞপ্তিটির লিংক: 

https://railway.gov.bd/sites/default/files/files/railway.portal.gov.bd/common_document/37bccf8c_962e_4b96_a3a6_41473fc33567/36.pdf

সূত্র: বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট

Post a Comment