ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহায়ক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চান্দিনা, কুমিল্লা। সরকারি প্রতিষ্ঠানটি দুই পদে মোট ৫ জনকে চাকুরি দেবে।এর মধ্যে ডাটা এন্ট্রি পদটি কেবল মহিলাদের জন্য সংরক্ষিত।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
যোগ্যতা ও অভিজ্ঞতা
এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ অথবা জিপিএ ৫ এর মধ্যে ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ ও ইংরেজিতে ন্যূনতম ৩০ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে।
বয়সসীমা
২০ মার্চ ২০২২ তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স ১৮ বছর ও সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
বেতন-ভাতা
ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য বেতন স্কেল ১৮ হাজার ৩০০ থেকে ৪৬ হাজার ২৪০ টাকা। অপরদিকে অফিস সহায়ক পদের জন্য বেতন স্কেল ১৫ হাজার ৫০০ থেকে ৩৯ হাজার ১৭০ টাকা। উভয় পদে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে।
যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না
ভোলা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, দিনাজপুর, ফেনী, খাগড়াছড়ি, খুলনা, মাগুরা, মেহেরপুর, মুন্সিগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, নোয়াখালী, পাবনা, পিরোজপুর, রাঙ্গামাটি ও শরীয়তপুর।
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ নিয়ে আরও পড়ুন-
মানিকগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ মিটার রিডার নিয়োগ 2022
পল্লী বিদ্যুৎ মিটার রিডার কাম ম্যাসেঞ্জার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সহকারী ক্যাশিয়ার, অফিস সহায়ক নেবে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি - PBS Job Circular 2022
আবেদন করার মাধ্যম
তারপর সিনিয়র জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অনুকূলে অগ্রহী ব্যাংক হতে ১০০ টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদন পত্রের সাথে সংযুক্ত করে ৭ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সিনিয়র জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চান্দিনা, কুমিল্লা এর ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
সূত্র: কুমিল্লা পল্লী বিদ্যু সমিতি-১ এর ওয়েবসাইট
প্রিয় পাঠক, তথ্যভিত্তিক ব্লগ ওয়েবসাইট দ্য ট্রিবিউন এটির Jobs বিভাগে নিয়মিতভাবে চাকরির খবর তথা সরকারি, বেসরকারি, ব্যাংক, বীমা, এনজিও, সশস্ত্র বাহিনী, আইটি ইত্যাদি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিসমূহ বিশেষ গুরুত্বসহকারে প্রকাশ করে থাকে। তাই এ ধরণের নতুন নতুন লেখা পেতে The Tribune এর সঙ্গে থাকুন। অগ্রীম ধন্যবাদ।