ইসরায়েলের তেলআবিবে একটি হাসপাতালে একজন কোভিড রোগীর স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসক। তারিখ ফেব্রুয়ারি ২১, ২০২২। ছবি: রয়টার্স। |
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে আসে। খবর বার্তা সংস্থা রয়টার্স।
"কোভিড-১৯ এর কারণে মস্তিষ্কে যে অস্বাভাবিকতা দেখা দেয়, এর শক্ত প্রমাণ রয়েছে," বলছেন গবেষকরা। তাদের এই গবেষণাটি ন্যাচার জার্নালে প্রকাশিত হয়।
একান্ন থেকে একাশি বছর বয়সী ৭৮৫ জন ব্যক্তির উপর গবেষণাটি পরিচালনা করা হয়, যাদের মস্তিষ্ক দুইবার স্ক্যান করানো হয়েছে। তাদের মধ্যে ৪০১ জনের দুই স্ক্যানের মধ্যবর্তী সময়ে কোভিড-১৯ শনাক্ত হয়। প্রথম স্ক্যানের পর গড়ে ১৪১ দিন পর দ্বিতীয় স্ক্যানটি করা হয়।
কোভিডের চেয়েও বেশি মৃত্যু ঘটাচ্ছে দূষণ শিরোনামে দূষণের ভয়াবহতা নিয়ে লেখা আর্টিকেলটিও পড়ে দেখতে পারেন
দ্য ট্রিবিউনের সর্বশেষ লেখা পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
গবেষণাটিতে গুরতর নয় এমন করোনা রোগীদের মস্তিষ্কেও উল্লেখযোগ্য অবনতি দেখা যায়। তাদের মস্তিষ্কের আকার গড়ে সংকোচিত হয়েছে ০.২ ও ২ শতাংশ।