দৈনিক করোনা আপডেট: মৃত্যু ১, শনাক্ত ৬৯ - online bangla news

দৈনিক করোনা আপডেট: মৃত্যু ১, শনাক্ত ৬৯,online bangla news,daily bangla news

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন এবং এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬৯ জন। 

দৈনিক করোনা আপডেট: মৃত্যু নেই, শনাক্ত ৬৯

বাংলাদেশে করোনায় মোট মৃত্যু ও শনাক্ত কত? 

এতে করে দেশটিতে মোট মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যথাক্রমে বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১২০ ও ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয় ৯ হাজার ২১৩ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের তথ্য পাওয়া যায়।  

গত একদিনে আরও ৭৪৭ জন কোভিড-১৯ রোগী সেরে উঠেছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন।

আরও পড়তে পারেন: টেকনিক্যাল কন্টেন্ট রাইটিং এ কিভাবে ক্যারিয়ার গড়বেন 

বাংলাদেশে কবে প্রথম করোনা রোগী শনাক্ত হয়?

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে নোভেল বা নতুন করোনাভাইরাস মহামারীর সূচনা হয়। তার দুই মাস পর ২০২০ সালের ৮ মার্চ তারিখে বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট সেসময় জানিয়েছিল আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন নারী। তারা সবাই ইতালি থেকে দেশে ফিরেছে।

আরও পড়তে পারেন: ৪ টি প্রয়োজনীয় ফ্রি অনলাইন কোর্স, এখনই শুরু করুন

বিশ্বে করোনায় মোট আক্রান্ত ও শনাক্ত কত? 

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় পরিচালিত জরিপের তথ্য অনুসারে আজকে পর্যন্ত (মার্চ ২৯, ২০২২) বিশ্ব জুড়ে ৪৮ কোটি ২৩ লাখ ৯৭ হাজার ৯৬২ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ও এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৬১ লাখ ২৮ হাজার ৩৯ জন। শনাক্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। 

দেশটিতে মোট শনাক্ত হয়েছে ৭ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৫৪৪ ও মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৭৭ হাজার ৬৮৮ জন। আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান দ্বিতীয়, ব্রাজিল তৃতীয় তবে প্রাণহানির দিকে থেকে ব্রাজিলের অবস্থান দ্বিতীয় ও ভারত তৃতীয়।

Post a Comment