মায়ের থেকে শিশুর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা বিরল

কোভিডে আক্রান্ত মায়েদের ঘরে জন্ম নেওয়া ১৮ হাজার শিশুর উপর গবেষণা চালিয়ে এ তথ্য পান গবেষক,online bangla news bd,online bangla news,daily ba

করোনাভাইরাসে আক্রান্ত মায়ের থেকে তাদের বাচ্চাদের মধ্যেও ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, তবে তা বিরল। গবেষণায় দেখা যায় মাত্র ১ দশমিক ৮০ শতাংশ শিশু করোনায় আক্রান্ত মায়ের থেকে সংক্রমিত হয়েছে। 


মায়ের থেকে শিশুর করোনায় আক্রান্তের হার ২ শতাংশ
ছবি: ডেইলি মেইল অনলাইন

মহামারিকালে কোভিডে আক্রান্ত মায়েদের ঘরে জন্ম নেওয়া ১৮ হাজার শিশুর উপর গবেষণা চালিয়ে এ তথ্য পান বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। খবর ডেইলি মেইল অনলাইন।

 

তারা বিশ্লেষণ করে দেখেছেন এসব বাচ্চাদের একটি ক্ষুদ্র অংশ সম্ভবত গর্ভে থাকাকালে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। তবে বিশেষজ্ঞ দলটির মতে একজন মা আক্রান্ত হওয়ার পর যথাযথ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে যেমন মাস ব্যবহার করা, নবজাতকের সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।   

আরও পড়তে পারেন- 

কোভিডে মস্তিষ্ক সংকুচিত হয়, স্মৃতিশক্তি হ্রাশ পায়



বিশেষজ্ঞরা বলছেন যদিও মায়ের থেকে শিশুর করোনায় সংক্রমিত হওয়া বিরল ঘটনা, তবে গর্ভাবস্থায় ভাইরাসটিতে আক্রান্ত হওয়া এখনও ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যদি উক্ত মা টিকা গ্রহণ না করে থাকেন।

Post a Comment